ওসি বললেন নিরাপত্তার দায়িত্বে ছিলেন
বাঘাইছড়ি যুবলীগের সম্মেলনে অতিথির মঞ্চে ওসি !
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:১২:০১
| আপডেটঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০৪:৪১:১৮
|
৬৬৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সম্মেলনে অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন। তবে ওসির দাবি, ওসি হিসেবে তার প্রোটোকল আছে, সেজন্যই তাকে সামনে বসানো হয়েছে। এদিকে, রাজনৈতিক সংগঠনের সম্মেলনে অতিথি মঞ্চে একজন সরকারি কর্মকর্তার অতিথি হওয়ার সুযোগ নেই বলছেন পুলিশ সুপার।
জানা গেছে, গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) জেলার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলোচনা সভাপর্বে উপস্থাপক বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেনকে অতিথি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বলেন। এরপরই সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে ওসি মঞ্চে আসন গ্রহণ করেন। অতিথিদের সঙ্গে তাকেও উত্তরীও ও বুকে অতিথি ব্যাচ পরিয়ে দেয়া হয়। মঞ্চে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের পাশের চেয়ারেই বসেছিলেন ওসি।
উপজেলা যুবলীগের অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ আরও অনেকেই।
যুবলীগের সম্মেলনে অতিথি মঞ্চে বসা প্রসঙ্গে জানতে চাইলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, 'মঞ্চে থাকা মানে অতিথি থাকা নয়। অতিথি হিসেবে কোথায় আমার নাম, কোনো লিফলেটে লেখা নেই। ওসি হিসেবে আমার একটা প্রোটোকল ও সম্মান আছে, সেজন্য সামনের সারিতে আমাকে বসানো হয়েছে।'