সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরীর প্রয়াত পিতা কং জু প্রু চৌধুরীর শেষ কৃত্যু অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে বেতবুনিয়া শ্মশানে তাকে দাহ করা হয়।
প্রয়াত কং জু প্রু চৌধুরী কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি হেডম্যান ও বাজার চৌধূরীর দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারী) ৮৩ বছর বয়সে কাউখালীর বেতবুনিয়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি কয়েক বছর ধরে ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা, গুণ গ্রাহী ও আত্বীয় স্বজন রেখে যান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরীর পিতা কং জু প্রু চৌধুরীর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. সেলিনা আখতার, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম পরিবার থেকেও শোক প্রকাশ করা হয় ও শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।