প্রেস কাউন্সিল অকার্যকর প্রতিষ্ঠান, এটি বিলোপ করে নতুন প্রতিষ্ঠান দরকার: কামাল আহমদ সেগুন গাছের কারণে পার্বত্য চট্টগ্রামের ঝিরি-ঝরনা শুকিয়ে যাচ্ছে : কাজল তালুকদার খাগড়াছড়িতে সেনা অভিযানে বিদেশী সিগারেট জব্দ বান্দরবানের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন শামীম আরা রিনি রাঙামাটির কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য এলাকার মানুষের কথা জানতে হলে ঢাকায় বসে জানা যাবে না। পাহাড়ের মানুষের সাথে মিশে পাহাড়ের মানুষের কথা জানতে হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন পার্বত্য রাঙামাটি দেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা অঞ্চল। এ পাহাড়ের যে সৌন্দর্য্য লুকিয়ে আছে তা অন্তরের দৃষ্টি দিয়ে দেখলে আরো বেশি অনুভব করা যাবে বলে মন্তব্য করেন রেমলিয়ানা পাংখোয়া।
আজ রাঙামাটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৫ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এ কথা বলেন।
রাঙামাটি শহরে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আরপিটিআিয়ের পরিচালক ওবায়দুর রহমান সরকারের সভাপতিত্বে কোর্সের উদ্বোধন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মকবুল হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনিটরিং অফিসার সহকারী সচিব শুক্লা রানী দাস বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে ২৮ জন অংশ নেন। এরমধ্যে চার লতিফা খানম, মোঃ মেহেদী হাসান, সুলতান নাসির মাহমুদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ খোরশেদ আলম, ৬ জন প্রশাসনিক কর্মকর্তা, ৬ জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, দুইজন সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর , ৬ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও একজন অফিস সহায়ক।
আগামী ১৬ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হবে।