রোয়াংছড়ি আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং; জরিমানা আদায় বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূইয়া জেলা প্রশাসকের অক্লান্ত চেষ্টায় তৈরি হল কলাগাছের সুতা থেকে দৃষ্টিনন্দন শাড়ী মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। মহালছড়িতে ভারতীয় কম্বল সহ একজনকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। ৩০ জানুয়ারি সকাল ১১ টার দিকে মহালছড়ি সদরের পাহাড়িকা সুপার সার্ভিসের বাস কাউন্টারের সামনে থেকে ভারতীয় কম্বল সহ মো. আব্দুর রহমান(২৮) নামে একজনকে আটক করে মহালছড়ি থানা পুলিশ।
এই সময় তার কাছ থেকে ভারতের তৈরী ০৫ টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রতিটি বস্তার ভিতর ১০ টি করে মোট ৫০ টি ভারতীয় কম্বল উদ্ধার করে মহালছড়ি থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৭৫,০০০(পঁচাত্তর) হাজার টাকা বলে জানা গেছে।
আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল হাসান খান।