শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৩ ০২:৫০:৫৪ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৬:৫৪:৪৪  |  ৪৭৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০জানুয়ারি) দিনব্যাপি  রেজামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর জোন কর্তৃক রেজামনিপাড়া আর্মি ক্যাম্পে আওতাধীন বিদ্যুৎ বিহীন দূর্গম এলাকায় হতদরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়

 

এদিন রেজামনিপাড়া আর্মি ক্যাম্পে আওতাধীন বিদ্যুৎ বিহীন দুর্গম এলাকায় দুইশতাধিক হতদরিদ্রের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা, ৪০হাজার টাকা' ঔষধ বিতরণ করা হয়। 

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা এই পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে  দুই শতাধিক পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর লোকজন চিকিৎসা সেবা নেন। এ সময় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের  ক্যাপ্টেন মোঃ মাহিম ইব্রাহিম

 

 মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর জান্নাত সাবেরা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন টি এম খাইরুল বাশার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'  চিকিৎসক ডাঃ সাবরিনা ইউসুফ এবং ডাঃ মোঃ হাসান পারভেজ প্রমুখ। 

 

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগন নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়

 

ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাগড়াছড়ি জোন লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। ভবিষ্যতেও সদর জোনের তত্ত্বাবধানে ধারা অব্যাহত থাকবে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions