রোয়াংছড়ি আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং; জরিমানা আদায় বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূইয়া জেলা প্রশাসকের অক্লান্ত চেষ্টায় তৈরি হল কলাগাছের সুতা থেকে দৃষ্টিনন্দন শাড়ী মুক্তি পেলেন অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হবার খবর পাওয়া গেছে।
বুধবার বিকেল ২ টা হতে ৪ টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
ওসি জানান ঐ ওয়ার্ডের গংগ্রিছড়া পাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় জেএসএস( সন্তু লারমা) দলের সম্রাট( ৩২) নামে একজন গোলাগুলিতে নিহত হন।
ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে রাত ১০ টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানান ।
যোগাযোগ করা হলে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি।