কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত 

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৩ ১২:৫৩:৪১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৪৪:১৫

সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটিপ্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার নং রাইখালী ইউনিয়ন এর  নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। 

 

বুধবার বিকেল   টা হতে   টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানানচন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী

 

ওসি জানান     ওয়ার্ডের গংগ্রিছড়া পাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় জেএসএস( সন্তু লারমা) দলের সম্রাট( ৩২) নামে একজন গোলাগুলিতে নিহত হন। 

 

ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী  এবং  পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যাক্তির  লাশ উদ্ধার করে রাত ১০ টা ৪৫ মিনিটে  চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানান

 

যোগাযোগ করা হলে নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে  গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions