কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাউখালী উপজেলার সীমান্তবর্তী বহড়াতল এলাকায় বাবা ও দুই ছেলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় বহড়াতল মসজিদ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন থেকে পিতা ও দুই ছেলেকে গ্রেফতারের ঘটনাকে 'সাজানো নাটক' দাবি করে মুক্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন- মোহাম্মদ নাছিরের স্ত্রী রোকসানা বেগম, মাসুদ আলমের স্ত্রী আছমা আক্তার, বহড়াতল সমাজ কমিটির সভাপতি আব্দুর জব্বার, কৃষকলীগ নেতা খোরশেদ আলম সওদাগর, স্থানীয় বাসিন্দা জুলফিকারসহ আরও অনেকেই।
এসময় বক্তারা বলেন, 'গত ১৪ জানুয়ারী রাত দেড়টায় নাটক সাজিয়ে মোহাম্মদ নাছিরের বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র ফেলে যায় দুর্বৃত্ত। রাতে আইনশৃঙ্খলাবাহিনী এসে বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে মোহাম্মদ নাছির ও তার দুই ছেলে মো. রাশেদ ও মো. মাসুদ আলমকে গ্রেফতার করে নিয়ে যায়। একটি নিরীহ কৃষক পরিবারকে মিথ্যা ও সাজানো নাটকের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।
তারা আরও বলেন, বাবা-ছেলেসহ পরিবারের তিনজনকে কারাগারে বন্দি থাকায় পরিবারটি পথে বসেছে। স্ত্রী-সন্তানেরা না খেয়ে দিনযাপন করতে হচ্ছে। একটি সাজানো নাটকে আজ পরিবারটি হয়রানির শিকার হচ্ছে। আমরা অবিলম্বে বাবা ও দুই ছেলের নিঃশর্ত মুক্তি চাই এবং এই সাজানো নাটকের তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত মাসুদ আলমের স্ত্রী আছমা আক্তার বলেন, আমার স্বামী সকালে কাজে বের হন, রাতে বাসায় ফিরেন। এলাকায় কোনো মানুষের সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে আমার জানা নেই। কিন্তু নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে। আমি এখন সন্তানদের নিয়ে অনেক কষ্টের জীবনযাপন করছি। ঠিক মতো খেয়ে পারছিনা ঋণের বোঝা টানব কিভাবে?