শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৩ ০৯:০৩:০৩ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ১১:৫৭:২১  |  ৫০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নানা আয়োজনে রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

জন্মদিন উপলক্ষে দুপুরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির  সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা মনিস্বপন দেওয়ান। জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বএনপি নেতা এডভোকেট সাইফুল রইসলাম পনির,  জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মদ সাব্বিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচন সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়কের দায়িত্ব পালন করে যেভাবে দেশ স্বাধীন করেছিলেন একইভাবে দেশে বহুদলীয় গনতন্ত্র গনতন্ত্র চালু করে দেশকে বাকশাল মুক্ত করেছিলেন। বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে আবারো বাকশাল কায়েম করতে চাইছে। দেশের সব শ্রেণীর মানুষের উপর সরকার দমন পীড়ন চালাচ্ছে।

বক্তারা আরো বলেন, আগামী নির্বাচন এই সরকারের অধীন করতে দেয়া হবে না, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দেয়া হবে। আগামী দিনের আন্দোলন কর্মসুচী বাস্তবায়নের জন্য প্রস্তুতি গ্রহণ করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

জন্মদিন  উপলক্ষে রাঙামাটি জেলা জাতীয়তাবাদী দল, জেলা ছাত্রদল  বিএনপির জেলা কার্যালয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions