রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৩ ০৬:৪৫:০৪
| আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১২:০১:৪২
|
৫৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন ২০২৩ সালে উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিষদের সদস্য ও বিভাগীয় কর্মকর্তাগণ সমন্বিতভাবে দাপ্তরিক কাজের পাশাপাশি গৃহীত উন্নয়ন প্রকল্পগুলিও বাস্তবায়নে উদ্যোগী হবে। তিনি নির্মাণাধীন হাসপাতালে ৪র্থ তলায় জেলার চিকিৎসা সেবার মান ও সেবা বাড়াতে ডায়োলোসিস সেন্টার স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর জন্য সিভিল সার্জনকে নির্দেশ প্রদান করেন। এছাড়া সরকারের গৃহীত আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সামগ্রিক পরিবর্তন হচ্ছে কিনা এবিষয়ে নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য সবির কুমার চাকমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য মোঃ আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।