সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে মানবাধিকার লংঘন, ভুমি বেদখণ খুন ও গুমের প্রতিবাদে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠিী ইনষ্টিটিউটের সামনে ইউপিডিএফ সমর্থিত এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবধিকার চেয়ারম্যান ও সদস্যদের রাঙামাটি সফর উপলক্ষে তারা এই মানববন্ধনের আয়োজন করে।
বিভিন্ন ব্যানার, ফেষ্টুন হাতে এলাকাবাসী মানববন্ধন করে।
এসময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, পাহাড়ে প্রতিনিয়ত মানবিধকার লংঘিত হচ্ছে, পাহাড়ীদের জায়গা বেদখল করা হচ্ছে। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বান্দরবানের রুমায় ম্রোদের জায়গা দখল করা হচ্ছে, পাহাড়ে মানবাধিকার লংঘিত হলেও এর বিচার করা হয় না।
মানববন্ধনে উপস্থিত হওয়া খাগড়াছড়ির গুইমারা থেকে আসা অংকিউচিং মারমা বাবু বলেন, ‘পাহাড়ে ভূমি দখল, খুন, গুমের প্রতিবাদে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করা। আমার বাবাকে সরকারের দালাল মুখোশধারীরা ইউপিডিএফ-গণতান্ত্রিক কর্মীরাই মেরে ফেলেছে। আসামি চিহ্নিত করার পরও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি।’
রাঙামাটির কাউখালী থেকে মানববন্ধনে অংশগ্রহণ করা ইতি চাকমা বলেন, নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফের সদস্যরা অপহরণ, গুমসহ বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছে। কাউখালী থেকে আমার আপন চাচাকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দিতে হয়। এছাড়াও অপহরণ ও মুক্তিপণ বিষয়টি কাউকে না বলার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়।’
পুলিশের বাঁধার মুখে মানববন্ধন থেকে বক্তারা পাহাড়ে মানবিধকার রক্ষা, খুন অপহরন বন্ধের দাবি জানান।