কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলার দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ রহমতপুর মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে এবং বাংলাদেশ পুলিশ সদস্য মোঃ আলমগীর হোসেনের সহযোগিতায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাওলানা মোঃ মঈন উদ্দিন এর পরিচালনায় সভাপতিত্বে করেন জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ফোরকান আহমেদ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে মাইনীমূখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রফিকুন্নেছা রুজি, রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, লংগদু প্রেস ক্লাব সভাপতি ওমর ফারুক মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১৮০জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।