কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়ন পরিষদবর্গের পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক দু'দিনের প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারি সার্জন ডাক্তার কামরুল হাসান সোহাগ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন উল রশিদ ভূইয়া ও উপসহকারি প্রানী সম্পদ কর্মকর্তা অশিত কুমার চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা।
প্রশিক্ষণে স্থানীয় হেডম্যান প্রতিনিধি সুভাষ চাকমা, কার্বারী আঞ্জল তংঞ্চঙ্গ্যা, জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারি উদ্বভাসন চাকমা, স্থানীয় সাংবাদি সহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এবং লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদ আয়োজন করে।