সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটির কাউখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. তারেক (৩০) ও চোলাই মদ সহ জানে আলম (৫০)’কে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ২০১৯ সালের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী, উপজেলার কমলপতি ইউনিয়নের সুগারমিল এলাকার আব্দুল গফুর এর ছেলে তারেক ও হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকার মৃত আহমুদুর রহমান এর ছেলে জানে আলম।
পুলিশ সূত্রে জানা যায়- ২০১৯ সালের একটি মাদক মামলায় তারেককে ২ বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০ টাকা জরিমানার আদেশ দেয় আদালত। এই মামলায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোমন ও এএসআই হাবিব এর নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব সুগারমিল এলাকা থেকে তাকে আটক করে। অপরদিকে শুক্রবার মধ্য রাতে এক ব্যক্তি স্কুল ব্যাগে দেশীয় তৈরী চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে পাঁচার করছে এমন তথ্যের ভিত্তিতে বেতবুনিয়ার গোধারপাড় রাবার বাগান ফরেনার চেকপোস্টে এএসআই কাউছার আহম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি করে স্কুল ব্যাগে থাকা ১৫ লিটার চোলাই মদ সহ জানে আলম (৫০)’কে আটক করা হয়।
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান- মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটককৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।