সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বান্দবানের লামা উপজেলায় রেংয়েন ম্রো কারবারী পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে আজ শুক্রবার রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয়ে সামনে ব্যানার ও ফেষ্টুন সম্বলিত দাবী দাওয়া নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রী কমিটির সদস্য সোনারিতা চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদক শান্তিদেবী তংচংগ্যা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা প্রমুখ।
মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অগ্নিসংযোগ ও হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন ও পার্বত্য ভূমি কমিশন কার্যকন না হওয়ার কারণে বারংবার লামা উপজেলায় সরই ইউনিয়নে রেংয়েন ম্রো কারবারী পাড়ায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। প্রশাসন কোন আইনী ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। বক্তারা এ ঘটনায় লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে কর্তৃক এ অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে অভিযোগ করে অবিলম্বে রাবার কোম্পানীর ইজারা বাতিল, ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ ও হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান।