রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

জমকালো আয়োজনে কাউখালীতে পুলিশের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৩ ০২:৫৪:২১ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ১০:৫০:১৮  |  ৬৬৭

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। জমকালো আয়োজনের মধ্যেদিয়ে রাঙামাটি কাউখালী থানা পুলিশের বার্ষিক মিলন মেলা, আলোচনা সভা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে কাউখালী থানা হলরুমে এস আই ওসমান গনীর সঞ্চালনায়, অফিসার ইনচার্জ পারভেজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া,উপজেলা ভাইসচেয়ারম্যান অংপ্রু মারমা,কৃষি কর্মকর্তা মোঃগাজীউল হক সহ আরো অনেকে


অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সামাজিক জীবনে অনেক কিছুই করি কিন্তু পুলিশ বাহিনীর অনেকেই আছেন- যারা তাদের পরিবার, সন্তানদের সময়ই দিতে পারেন না আপনারা যখন কোনো অনুষ্ঠানে পরিবার-পরিজন নিয়ে আনন্দে আত্মহারা- তখন পুলিশের সদস্যরা ঠাঁই দিয়ে দাঁড়িয়ে থেকে আপনাদের নিরাপত্তা দিতেএটিই পুলিশের ধর্ম আপনাদের সেবা দেওয়াতাই যখনি একটু সময় পেয়ে থাকে তখনি এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেদের ক্লান্তি ধুর করার সুযোগ আসে বাংলাদেশ পুলিশ নিজেদের সর্বোচ্ছো দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলো এবং থাকবে অনুষ্ঠানে রাঙামাটির জনপ্রিয় ব্যান্ড সাইক্লোনের ভোকাল জিকু মারমা, জোনাকি চাকমা, জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতিয়ে তুলেন


সে আনন্দ-উদ্দীপনার রেশ কাটতে না কাটতেই পুলিশ সদস্যের তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের আনন্দ বাড়িয়ে তুলতে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর কণ্ঠের মাধুর্যতা আর সুরের উত্তাপে মোহময় এক রাত উপহার দিলেন উপস্থিত সবাইকে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions