রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে সেনাবাহিনীর শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও মানবিক সহায়তা বিতরণ

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২৩ ০৭:৪০:১০ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১০:০০:০২  |  ৫০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সেনাবাহিনীর উদ্যোগে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে আসহায়, দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রি  বিতরণ করা হয়েছে।

রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল রুম প্রাঙ্গণে শীতবস্ত্র ও আন্যন্যা সামগ্রি বিতরণ করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এসময় ব্রিগেড মেজর খায়রুল হাসান, জিটুআইসি মেজর পারভেজ রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তরা।

এসময়ে দ্ররিদের মাঝে শীতবস্ত্র হিসেবে তিশ কম্বল,আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন সেলাই মেশিন ও চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions