সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাড়ে ৬ হাজার ৬শ ১৬ ঘনফুট চোরাই সেগুন কাঠ ও বন্দুক উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হকের নেতৃত্বে উপজেলার মৈদং ইউনিয়নের মন্দিরাছড়া ও কাঠালতলী এলাকায় এসব কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৭ লক্ষ ২৭ হাজার টাকা প্রায়। এ সময় কাঠ পাচারকারী ব্যবহৃত পরিতাক্ত একটি দেশী গাদা বন্দুক ও বন বিভাগের সীল উদ্ধার করা হয়।
স্থানীয় ও সেনা সূত্রে জানা গেছে, অবৈধ কাঠ পাচারকারীদের কারণে পাহাড়ে নির্বিচারে গাছ নিধনে পাহাড়ে এখন বৃক্ষহীন হয়ে পড়ছে। বনের বহু পশুপাখি আবাসন হারিয়ে বিলুপ্ত হয়ে পড়ছে।
এছাড়াও অনুমোদন হীনভাবে গাছপালা কাটায় পাহাড় ধ্বস ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে।
মন্দিরাছড়াা পাড়ারার সিনিয়র পাড়া কর্মী অনিল চাকমা, স্থানীয় ওয়ার্ড সদস্য রহিনী কুমার চাকমা ও বিমল কান্তি চাকমা জানান, জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হকের জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মোঃ সেনা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণের কাঠ জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কটিপয় অসাধু কাঠ ব্যবসায়ী বন বিভাগ থেকে এক স্থানের গাছ কাটার অনুমোদন নিয়ে অন্যত্র স্থান থেকে গাছ কাটছে।
জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক বলেন জব্দ কৃত কাঠ বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।