রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে লংগদুতে জেলা প্রশাসক মিজানুর রহমান 

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২৩ ০৫:৩১:৪২ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ১০:০২:২৬  |  ৪৮৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদু উপজেলায় সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান কারবারীদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক মিজানুর রহমান

 

বৃহস্পতিবার ( জানুয়ারি) সকাল ১০টায় তিনি লংগদু থানায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

 

এসময় সফর সঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস. ফেরদৌস, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ওসমান নাবিল নওরোজ বৈশাখ

 

বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সময় তিনি লংগদু থানা, তিনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, বাইট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় এবং উপজেলায় সরকারী আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ইউনিয়নের ঘর পরিদর্শন করেন

 

শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয়দের সাথে সভা করেন। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান, ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions