সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

রাঙামাটির কাউখালীতে কুকুরের কামড়ে আহত ৬০ জনমনে জলাতংকের আতস্ক

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০২৩ ০৭:২৪:১৫ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১১:২৩:৩২  |  ৭২৭

সিএইচটি টুডে ডট কম, কাউখালী(রাঙামাটি)রাঙামাটির কাউখালী উপজেলাতে গত এক মাসে বেওয়ারিশ কুকুরের কামড়ে পথচারী, শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ৬০ জনের অধিক আহত হয়েছেনবেওয়ারিশ এসব কুকুর নিধনে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ হাসপাতালে ভ্যাকসিন-সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরা চরম ভোগান্তি পোহাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে

 

সরেজমিনে দেখা গেছে, কাউখালী উপজেলাতে দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যার পাশাপাশি কুকুর কামড়ের ঘটনা দিন দিন বেড়েই চলছে হঠাৎ করে উপজেলার সর্বত্র এতপরিমান বেওয়ারিশ কুকুর দেখে রীতিমতো অবাক এলাকাবাসীএলাকাবাসী চেষ্টা করছেন বেওয়ারিশ কুকুর গুলো নিধন করতে কিন্তু কামড়ের আতঙ্কে চেষ্টা ব্যাহত হচ্ছে কুকুরের কামড় পরবর্তীতে টিকা লাগে টা যার পুরো কোর্সের দাম প্রায় দুই হাজার পাচশত টাকা আর অর্থ সংকটে টিকা না নিয়ে গ্রামে ফিরে যাচ্ছেন অনেক আহত রোগী জানা গেছে, উপজেলার সদর, হাসপাতাল এলাকা,ঘাগড়া ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকাতে গত এক মাসে কুকুরের কামড়ের ঘটনা ঘটে এর মধ্যে ১৭জন কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেনবাকিরা উপজেলার বিভিন্ন ফার্মেসী রাঙ্গুনিয়ার রানীরহাট থেকে কেউ দুটি কেউ ১টি টিকা নিয়েছেন আবার কেউ অর্থের কারনে টিকা নিতে পারেননি উপজেলার সর্বত্র বেওয়ারিশ কুকুর জলাতংক নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

 

 

কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা জানান,হঠাৎ করে এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে এবং প্রতিদিন ইউনিয়ন পরিষদের অফিসে দুই তিনজন কুকুরের কামড়ে আহতরা আসছেন টিকার সহযোগীতার জন্য আমরা চেষ্টা করছি আহতদের দুইটি তিনটি করে উপজেলা পরিষদ থেকে টিকা দিতে কিন্তু যে হারে আহত রোগী বাড়ছে এতে করে এলাকাতে আতস্ক দেখা দিয়েছে

 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি আমরা ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি দ্রূত ব্যবস্থা নিতে

 

রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. শিবলী সফিউল্লাহ বলেন,কুকুর কামড়ের ঘটনা আশংকাজনকভাবে বেড়ে যাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি জলাতংক রোগের টিকা দেয়া যেমন খরচ সাপেক্ষ তেমনি টিকা না দেওয়ার ফলে জলাতংক রোগ হয়ে গেলে তাতে মৃত্যুর সম্ভাবনা শতভাগ তাই যথেষ্ট পরিমাণ টীকার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বেওয়ারিশ কুকুরের সংখ্যা কমিয়ে আনা এবং পালিত কুকুরকে টিকা দেয়া খুবই জরুরী তিনি আরো বলেন, শীঘ্রই সিভিল সার্জনের সাথে আলাপ করার পর এলাকায় টিকার সরবরাহ নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions