সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (৪ঠা জানুয়ারি) দুপুর ২টায় রাজনগর জোনের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পে জোনের আওতাধীন ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের সাতজন শিক্ষকের হাতে সর্বমোট একুশ হাজার পাঁচশত টাকা আর্থিক অনুদান প্রদান করেন জোনের অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম (এসপিপি)।
এসময় জোনের অন্যান্য অফিসারবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।