সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে পারছে । তারে ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা ক্ষেত্রেও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্টী সম্প্রদায়ের সকল ধর্মীয় সাংস্কৃতিক পালনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তাই নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি পরিচর্যা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়্যারম্যান অংসুইপ্রæ চৌধুরী এসব কথা বলেন।
আজ সকালে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংসিংনং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই চৌধুরী, সাবেক ইঞ্জিনিয়ার মংসুইথোয়াই মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্য-সদস্যবৃন্দ ও বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সদস্য-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক অংসানু মারমা।
গত এক বছর আগে বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাব স্থাপিত হয়।