সিএইচটি টুডে ডট কম, জুড়াছড়ি (রাঙামাটি)। রাঙামাটির দুর্গম উপজেলা জুরাছড়িতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনা বাহিনী।
আজ সোমবার উপজেলা মাঠে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আরমান বিখ্যাত পিএসসি। এ সময় যক্ষাবাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসেন,ক্যাপ্টেন মোহাম্মদ আহানাফ রাসিফ বিন হালিম, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমসহ সেনা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জুরাছড়ি উপজেলার বালুখালী গ্রামের বিধবা লক্ষী দেবী চাকমা (৭০)। শীতে প্রতিরাতে কষ্ট হয়-উপজেলা মাঠে সেনা বাহিনীর কম্বল বিতরণের খবর পেয়ে সকাল থেকে অপেক্ষায় আছে, বেলা সাড়ে ৩টায় কম্বল পেয়ে মহা খুশি। জোন অধিনায়কের আশির্বাদ করছেন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর।
শুধু লক্ষী দেবী চাকমা নয়- মধু মায়া, মোঃ সেলিম, আনোয়ারা খাতুনসহ ৩শাতাধীক দরিদ্র কম্বল, সদার পেয়ে খুশিতে আত্ম হারা।
অনুষ্ঠানে ২শ জনকে কম্বল ও ৫৬ জনকে চাঁদর ও নবজাতক শিশুর জন্য কাপড় ৫০ জনকে বিতরণ করা হয়।
এসময় সেনা জোন অধিনায়ক বলেন, পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে সেনাবাহিনী। শান্তি চুক্তির ফলে শান্তি ফিরে এসেছে, উন্নয়ন হচ্ছে,, যারা উন্নয়ন ও শান্তি বাঁধাগ্রস্ত করতে চায়, ব্যবসায়ীসহ নিরীহ মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করে তাদের ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে।