সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে "উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায়"। "শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা"। "বিধবা ভাতার প্রচলন, শেখ হাসিনারই উদ্ভাবন।" -প্রতিপাদ্যকে নিয়ে র্যালি, আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২রা জানুয়ারি) সকাল ১১টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এর সভাপতিত্বে ও সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অথিতি রাঙামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, মোছাঃ আছমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালিটি উপজেলা রেস্ট হাউসের সামনে থেকে শুরু করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রদিক্ষণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা শেষে আর্থিক অনুদান হিসেবে পাহাড়ি-বাঙালি ৩৩২ জনের মাঝে জন প্রতি ৩৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।