বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

পার্বত্য চুক্তি সাধারণ দলিল নয়, এটি জুম্ম জনগণের অস্তিত্ব সংরক্ষনের রক্ষা কবচ : সন্তু লারমা

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২২ ০৯:১৭:৩২ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৭:৫৫  |  ৬৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিগত ২৫ বছর ধরে পার্বত্য চুক্তি অবহেলিত, উপেক্ষিত ও অনাদরে কাগজের মধ্য সীমাবদ্ধ করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোন সাধারণ দলিল নয়। এই  চুক্তির মধ্যে পার্বত্যাঞ্চলের স্থায়ী অধিবাসী বিশেষত জুম্মজনগণের অস্তিত্ব সংরক্ষনের রক্ষা কবচ। আমরা আশা করেছিলাম যে চুক্তি স্বাক্ষর করেছিলাম এই চুক্তির মধ্য দিয়ে জুম্ম জনগণের নুন্যতম অস্তিত্ব রক্ষায় ও বাস্তবতার জন্ম দিতে পারবো, কিন্তু হলো না। চুক্তি বাস্তবায়ন মুখ থুবড়ে পড়ে রয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি এমনিতে বাস্তবায়িত হবে না। চুক্তি বাস্তবায়নে নতুন করে আন্দোলন করতে হবে।

তিনি অভিযোগ করে আরো বলেন, একদিকে শাসকগোষ্ঠীরা চাইছে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ এই চুক্তি ভুলে যেতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে পাহাড়ী মানুষেরা যদি চুক্তি উপর কোন কথা বলে থাকে তাদের উপর সরকারের শাসকগোষ্ঠী ও বিশেষ মহলের দ্বারা নানন ধরনের প্রতিবন্ধিকতা ও চাপ সৃষ্টি করছে। সেই ভয়ে ভীত সন্ত্রষ্ট হয়ে তারা চুক্তি বাস্তবায়ন বা চুক্তির কার্যক্রম ও আলোচনা থেকে দুরে সরে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পুর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায় উপলক্ষে আজ শুক্রবার রাঙামাটিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পাহাড়ী ছাত্র পরিষেদর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবন্ধ প্রতিযোগিতার আহŸায়ক জিকো চাকমা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, কবি ও সাহিত্যক শিশির চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা। বক্তব্য রাখনে হিল উইমেন্স ফেডারশেনর কেন্দ্রীয় সাধারন সম্পাদক শান্তি দেবী তংচংগ্যা। অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যারয় থেকে অংশগ্রহনকারী বিজয়ী ৯ জন  প্রতিযোগির মাঝে পুরুস্কার  বিতরন করেন অতিথিরা।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions