প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আজ ২৩ ডিসেম্বর শুক্রবার পৌনে ১টার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে হৃদয় (৩০) নামে মোটরসাইকেল আরোহী পর্যটক গুরতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন ইংরেজি নববর্ষকে সামনে রেখে সাজেকের সব রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে পর্যটকের উপচে পড়া ভিড় ও বাড়তি যানবাহনের চাপ সামলাতে আমরা হিমশিম খাচ্ছি।