বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

লংগদুতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে আটক

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:০৭:৪৯ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০২:৪৫:০৭  |  ৯৯৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ বিয়ের প্রলোভন দেখিয়ে এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক নাজমুল হোসেনের বিরুদ্ধে ঘটনাটি রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের কাকপাড়িয়া (শান্তিনগর) এলাকায় ঘটেছে

 

অভিযুক্ত মোঃ নাজমুল হোসেন রানা (২০) উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজনগর এলাকার মোঃ হারুন মিয়ার ছেলে সে পেশায় একজন গাড়ির হেলপার তাকে কাকপাড়িয়া (শান্তি নগর) থেকে লংগদু থানা পুলিশ আটক করেন

 

অভিযোগকারী অভিযোগকারী মেয়েটির পিতা বলেন, নাজমুল প্রায় সময় বাড়ির সামনে দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসার সময় আমার নাবালিকা মেয়েকে প্রেমের প্রস্তাব'সহ নানা রকম কুপ্রস্তাব দিতো গত ২১ ডিসেম্বর সন্ধ্যা থেকে মেয়েকে বাড়িতে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি এক পর্যায়ে স্থানীয় ইসমাঈল হোসেন এর আম বাগানের ভিতর থেকে মেয়েকে উদ্ধার করি

 

পারিবারিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানায়, গত ২১ ডিসেম্বর রাত ৭টার দিকে নাজমুল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে আম বাগানের ভিতরে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে

 

বিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আটক করতে আমরা সক্ষম হই বর্তমানে মোঃ নাজমুল হোসেন রানা থানায় পুলিশ হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করা হয়েছে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions