প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম,জুরাছড়ি(রাঙামাটি)। রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর অদ্বিতীয় দুই জোনের উদ্যোগে পিঠা উৎসব ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বনযোগীছড়া জোনের মাঠে পিঠা উৎসবে সেনা ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তৈরী হয় সম্প্রীতির মিলন মেলা।
বিকাল সাড়ে ৩ টা থেকে অতিথি আগম শুরু হয়। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা। সন্ধ্যা ৫ টায় মাঠের দু'পাশে সাজানো হয়ে বিভিন্ন পিঠা। আগত অতিথিরা সেখান থেকে এক এক করে পিঠার স্বাদ নিচ্ছে।
পিঠা খেতে শুরু হয় আড্ডা, উৎবে মাতাল উপস্থিত সকল কর্মকর্তারা। সেনা কর্মকর্তাদের মাঝে নেই কোন কোন গাভীর্য, সবার সাথে কৌশল বিনিময়, আড্ডায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতোই। উৎসবে অংশগ্রহণকারী বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউনিয়নের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, সেনা বাহিনীর এমন অনুষ্ঠানে দেখে আমরা খুবই মুগ্ধ। আগে কখনো এভাবে আয়োজন করা হয়নি।
রির্সোস সেন্টারের ইন্সেট্রক্টর মোঃ মরশেদুল আলম বলেন, সেনা বাহিনী এই পিঠা উৎসব সকল কর্মকর্তাদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে পেয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও উপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমান বলেন, চাকরির কর্মব্যস্ততার কারণে কত বছর না গ্রামের বাড়ীতে পিঠা খাবার সুযোগ হয়না, সেনা বাহিনীর এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।
উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, এমন পিঠা উৎসবে সকল কর্মকর্তাদেন মাঝে এক বিশাল আনন্দ তৈরী হয়েছে। সেনা বাহিনীর এমন আয়োজনে আমরা কৃতজ্ঞতা।
রাত ৮ টায় অনুষ্ঠিত হয় নৈশভোজ। নৈশভোজ শেষে লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি অংশগ্রহণকারীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন। পরে সেনা বাহিনীর পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথকে ক্রেশ ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়া উপস্থিত সকল কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা উপহার প্রদান করেন সেনা কর্মকর্তারা। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক, ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবু সপিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।