বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ,ভোগান্তীতে যাত্রীরা

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২২ ০২:২৮:১৬ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১২:০২:৪২  |  ৬৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতা মো.সালাউদ্দিন এর উদ্ধারের দাবিতে ২য় দিনের মত বান্দরবান-রাঙ্গামাটি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক পরিষদের ডাকে এই সড়ক অবরোধ চলছে , আর অবরোধের কারণে সকাল হতে বান্দরবান থেকে কোন বাস রাঙামাটির উদ্দ্যোশে ছেড়ে যায়নি এবং কোন বাস রাঙামাটি থেকে বান্দরবানে প্রবেশ করতে পারেনি।

এদিকে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া সড়ক অবরোধের কারণে বান্দরবান-রাঙামাটি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকায় বিপাঁকে পড়েছে সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী বাস কাউন্টারে গিয়ে বাস না পেয়ে ফেরত যাচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে টানা ৩৬ ঘন্টা , যা আজ সন্ধ্যায় (বুধবার) শেষ হওয়ায় কথা।

রাঙ্গামাটি যেতে বান্দরবান বাসস্টেশানে আসা যাত্রী কমলা তংচঙ্গ্যা জানান, হঠাৎ করে দুইদিন রাঙ্গামাটি- বান্দরবান সড়কে বাস বন্ধ থাকায় আমি পরিবার নিয়ে রাঙ্গামাটি যেতে পারছি না,এমনকি ছোট কোন গাড়ী পাচ্ছি না যাতে রাঙ্গামটি যেতে পারবো।

সড়কের আরেক যাত্রী মো.নুর আলম বলেন,বান্দরবান-রাঙামাটি সড়কে বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন ,৩৬ ঘন্টা অবরোধের কারণে যাত্রীরা ভোগান্তীতে পড়ছে।

প্রসঙ্গত : গত ৪ঠা ডিসেম্বর রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া থেকে নিখোঁজ হয় রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মো.সালাউদ্দিন, আর তাকে উদ্ধারে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে টানা ৩৬ঘন্টার হরতাল শুরু করে সচেতন নাগরিক পরিষদ ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions