গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ রাঙামাটি শাখার প্রস্তুতি সভা সম্পন্ন
প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২২ ০২:২৫:৫২
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:২২:০২
|
৫৩২
বিশেষ প্রতিনিধি, সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত সোমবার সকাল ১১.৩০ টায় গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ রাঙামাটি জেলা শাখার ব্যবস্থাপনায় শহীদ আবদুল আলী স্কুল এন্ড কলেজে মহান ৭ই মাঘ ওরশ শরীফের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহস‚ফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) ও নায়েবে মুন্তাজেম বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।
এতে আরো উপস্থিত ছিলেন শহীদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সাবেক কমিশনার রবি , নুরুল আজিম খান, সাখাওয়াৎ হোসেন রুবেল, নাছের উদ্দিন চৌধুরী, নুর আজাদ চৌধুরী, মুহাম্মদ শাওয়াল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সৈয়দ মিয়া সহিদ, মুনির উদ্দীন মারুফ, রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ ও আশেকবৃন্দ।