বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কে ৪১ মিটার দীর্ঘ নান্দনিক সেতুর উদ্বোধন

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২২ ০৪:২৩:১৬ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০১:৫২:৩৫  |  ৬৯৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ নান্দনিক সেতুর উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার সকালে এই ব্রীজের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এই সেতু নির্মাণের ফলে রাঙামাটি জেলার সাথে বান্দরবান জেলা ও রাঙামাটি ২ টি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বাংলাদেশ সরকার জিওবি ফান্ডের অর্থায়নে ৭ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মাণ করা হয়েছে।

আজ সকালে ব্রীজ উদ্বোধন করলে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল-নুর সালেহীন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আদনান ইবনে হাসান, রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ সুত্র জানায়, রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের প্রস্থ হচ্ছে ১০.২৫ মি, সেতুার স্পেন হচ্ছে ১ টি, সেতার গার্ডার সংখ্যা হচ্ছে ৫টি।  বাংলাদেশ সরকার জিওবি ফান্ডের অর্থায়নে মেসার্স সেলিম এন্ড ব্রাদাস এই ব্রীজের নির্মাণ কাজ করে।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions