প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলার ভাইবোনছড়া ইউনিয়নে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে ভাইবোন ছড়া ইউনিয়নের মন্ত্রী পাড়া গ্রামে এই মা ও কিশোরি সমাবলবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা সোহাগময় চাকমা, সহকারী পরিবার পরিকল্পনা কমকর্তা রানু চাকমা সহ উপজেলার বিভিন্ন পরিবার কল্যাণ সহকারী ও মিডওয়াইফবৃন্দ।
মা ও কিশোরী সমাবেশে স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিভিন্ন ঔষধ সামগ্রী ও স্যনিটারি প্যাড বিতরণ করা হয়।
এসময় ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন'র (ইপসা) সুখীজীবন প্রকল্পের খাগড়াছড়ি সদর উপজেলার ফিল্ড ফ্যসিলিটেটর পেহেলি চাকমা সহ উক্ত প্রকল্পের রিসোর্স পুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সূখী সমৃদ্ধ জীবন যাপনে পরিবার পরিকল্পনা বিকল্প নেই বলে মতামত প্রকাশ করেন।