খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে ৬ শিশুর মৃত্যু
প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২২ ০১:৩৯:৪০
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০১:১৮:০২
|
৫৯৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ডিসেম্বরে বেড়েছে ঠান্ডাজনিত রোগে শিশুর আক্রান্ত ও মৃত্যুর হার। রোববার দুপুর ১ টা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ২০ জন। গতকাল শনিবার ঠান্ডাজনিত রোগে এক শিশুর মৃত্যুও হয়েছে। এ নিয়ে গেল এক সপ্তাহ হাসপাতালের শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়িঁয়েছে ৬ জনে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের পরিসংখ্যন বিভাগের তথ্যমতে, চলতি ডিসেম্বর মাসে হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৮১ জন শিশু চিকিৎসা নিয়েছে। গতকাল শনিবার একদিনে ভর্তি হয়েছে ১৭ জন। চলতি মাসে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, ঠান্ডাজনিত রোগে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ১ শ ৩০ জনের মতো রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন। শীতের মৌসুমে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, গেল নভেম্বরে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪ শ ১ জন শিশু চিকিৎসাধীন ছিল। তন্মধ্যে ঠান্ডাজনিত রোগসহ অন্যান্য রোগে ১১ শিশুর মৃত্যু হয়েছিল।