বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে কিশোরীদের জীবন দক্ষতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২২ ০১:৩৭:১৮ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৯:৪৫:৪৪  |  ৫৬৬

সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি। রাঙামাটিতে কিশোরীদের জীবন দক্ষতা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে রবিবার সকালে এনজিও সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে রাঙামাটির কল্যাণপুর এলাকায় উদ্যোগ সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন  হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক প্রধান অতিথি নীলু কুমার তঞ্চঙ্গ্যা। এতে রাঙামাটির বিভিন্ন উপজেলার কিশোরী ক্লাবের ৩০জন মেন্টর কর্মশালায় অংশগ্রহণ করেন

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সুপ্রিয় চাকমা শুভ। এতে আরও উপস্থিত ছিলেন, 'আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ' প্রকল্পের মনিটরিং কর্মকর্তা প্রান্তিক চাকমা, প্রশিক্ষক এপ্পি চাকমা প্রকল্প সমন্বয়কারী  হিলারী ত্রিপুরা। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে মত প্রকাশ করে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার ম্রুমদং পাড়া কিশোরী ক্লাবের মেন্টর ক্রয়মা মারমা বলেন,' পাড়ায় কিশোরী ক্লাব গঠন করার কারণে এলাকায় কিশোরীরা অনেক সচেতন হয়েছে। এর আগে বিভিন্ন খেলাধুলায় কিশোরীরা অংশগ্রহণ করলে পুরুষরা অনেক খারাপ মন্তব্য করতেন। কিন্তু ক্লাব গঠন হওয়ার পর এখন সেসব কথা উত্তাপন করা হয় না। কিশোরী ক্লাব পাড়াকে অনেক পরিবর্তন করে দিয়েছে।'

 

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা কিশোরী ক্লাবের মেন্টর সুসাংপ্রু মারমা বলেন, 'এর আগে কিশোরীরারতাদের মাসিক ঋতু পরিবর্তন হলে বলতে লজ্জা পেতো। বলতেও পারতো না। এখন কিশোরী ক্লাব হওয়ায় সেসব লজ্জাবোধ তারা পরিহার করতে শিখেছে। এর আগে মেয়েরা গাছে উঠলে,সাইকেল চালালে এমনকি কিশোরীদের শারীরিক মাসিক ঋতু পরিবর্তনের সময়ে গাছে উঠলে গাছ অপবিত্র হয় বলে অনেক কুসংস্কার প্রচার করতো। কিন্তু এখন আর এসব কুসংস্কারে পাড়াবাসী বিশ্বাস করে না।'

 

 

প্রধান অতিথির বক্তব্যে  হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক নীলু কুমার তঞ্চঙ্গ্যা বলেন,'পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে এনজিও সংস্থাগুলো সামাজিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে অনেক ভূমিকা রেখে যাচ্ছে। সেসব কার্যক্রমের মধ্যে কিশোরীদের ক্লাব গঠন করে সেখানে একজন মেন্টর দিয়ে কিশোরীদের অনেক কিছু শেখানো হচ্ছে। কিশোরীরা আগের থেকে মানসিক এবং কুসংস্কারের দিক থেকে উঠে এসেছে। এসব প্রকল্পের মাধ্যমে পাহাড়ে উন্নয়ন সাধিত হচ্ছে।'

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions