প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রতি বছরের ন্যায় এবারও ১৭ ডিসেম্বর রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ।
শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের সহ-সভাপতি সুমন বড়ুয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তূর্য দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি প্রান্ত রনি, রাঙামাটি সরকারি কলেজ সংসদের আহ্বায়ক অয়ন চক্রবর্তী, জেলা সংসদের দপ্তর সম্পাদক রিকোর্স চাকমা, প্রচার ও প্রচারণা সম্পাদক অর্ক বড়ুয়া প্রমুখ।
এসময় সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় দিবসের একদিন পর মিজোবাহিনী পিছুহঠার পর রাঙামাটি জেলা হানাদারমুক্ত হয়। জেলা ছাত্র ইউনিয়ন দীর্ঘবছর ধরে রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করে আসলেও রাষ্টীয়ভাবে দিবসটির স্বীকৃতি ও ধারাবাহিকভাবে পালন করা হচ্ছে না। এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হলেও সরকারিভাবে পালন করা হচ্ছে না। সংগঠনটির নেতাকর্মীরা দিবসটি পালনের দাবি জানান।