প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিজ অর্থায়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে লংগদু সেনা জোন (তেজস্বী বীর)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় ক্যাম্পের হেলিপ্যাড মাঠে ও জোনের আওতাধীন অন্যান্য ক্যাম্পে মোট ৪৬০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হিমেল মিয়া (পিএসসি)।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, লংগদু থানা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, জোনের উপ অধিনায়ক রিয়াজ আহমেদ, আরএমও মোঃ জোবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা ও লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি প্রমুখ উপস্থিত ছিলেন।
লংগদু জোন অধিনায়ক হিমেল মিয়া বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবাও কাজ করে যাচ্ছে।