প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আউয়াল মিরাজ নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৭ টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরাজ খাগড়াছড়ি সদরের মোল্লা পাড়া এলাকার নুরুন্নবীর ছেলে। জেলা সদরের হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন নিহত মিরাজ।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৭ টার দিকে দীঘিনালাগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ঘ হয় মোটরসাইকেলে থাকা মিরাজের। দুর্ঘটনার পর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো. সাখাওয়াত জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।