বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

লংগদু সরকারি কলেজে বুদ্ধিজীবী দিবস উদযাপন

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:১৬:১৭ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ১০:৫৩:৪৭  |  ৫২৭

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদু উপজেলার লংগদু সরকারি মডেল ডিগ্রী কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেছে

 

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক মোঃ আজগর আলীর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক খোন্দকার হাসান আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

এসময় বক্তব্য রাখেন, প্রভাষক ফজলুন নাহার, মোঃ বজলুর রহমান, মুহাম্মদ শফিউল হুদা, মোঃ আনোয়ার হোসেন, .কে.এম আব্দুল হামিদ ভূইঞাঁ, মৌসুমী পারভীন, মোঃ রেজালিন আরেফিন ছাত্র ছাত্রীবৃন্দ

 

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনাদের নৃশংসতা দেশীয় রাজাকার, আল বদর বাহিনীর কাপুরুষোচিত ভূমিকার কথা তুলে ধরে বলেন স্বাধীনতার মাত্র দুই দিন পূর্বে পরাজয় নিশ্চিত জেনে হত্যাকারীরা বাঙালী জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয় এবং দেশ সেরা বুদ্ধিজীবীদের হত্যা করে। এরূপ বুদ্ধিজীবী হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। হত্যাকারীদের বিচার কার্য সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুষ্ঠু তদন্তপূর্বক অন্যান্য হত্যাকারী এবং হত্যার ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা

 

শেষে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে প্রভাষক নূর মোহাম্মদ দোয়া মোনাজাত করেন

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions