বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

পুলিশের রেশনবোঝাই' ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৬:৪৮ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:২৫:৫৩  |  ৫৭৯

সিএইচটি টুডে ডট কম,  রাঙমাটি। রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কের দেবতাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসু দাশ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন মঙ্গলবার বিকালে ঘটনা ঘটেছে। নিহত বাসু রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার গীতাশ্রম কলোনীর মিলন দাশের ছেলে

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বাঙ্গালহালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে রাঙামাটি ফিরছিলেন বাসু দাশ পথিমধ্যে দেবতাছড়ি এলাকায় 'পুলিশের রেশনবোঝাই' একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম জানান, দেবতাছড়ি এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে এদিকে, ঘাতক ট্রাকটিতে 'পুলিশ-রেশন পরিবহন' লেখা থাকলেও 'মালবোঝাই ট্রাকটি কাদের সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে' বলে জানিয়েছেন রাঙামাটির কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন

 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions