সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে জেলা বিএনপির উদ্যোগে বিকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এতে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, এডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপির সমাবেশকে বানচাল করতে দলের মহাসচিবসহ সাধারন নেতা কর্মীদের গ্রেফতার করছে।
বক্তারা আরো বলেন, দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, মানুষ কথা বলতে পারছে না, কেবল মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব হয়রানি বন্ধে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া ছাড়া বিএনপির নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না।