প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। আজ রোবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার চৌমুহনী শাপলা চত্বরে উন্মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহম্মেদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন বুলু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই খাজু মিঞার সঞ্চালনায় সভায় বক্তারা মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ সহ স্থানীয় আইন শৃঙ্খলা বজায় রাখায় বাঘাইছড়ি থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।