বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়িতে সন্তান প্রসবের পরদিনই পরীক্ষা কেন্দ্রে গেলেন চুমকি মজুমদার

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২২ ০৬:১৩:১০ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ১০:৪৩:৪২  |  ৮০৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। গুইমারা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার নিয়মিত শিক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী চুমকি রাণী মজুমদার গত শুক্রবার (০৯ ডিসেম্বর ২০২২) খাগড়াছড়ি সদর হাসপাতালে পুত্র সন্তান প্রসব করে মামৃত্বের স্বাদ লাভ করে।

 

এই পরিস্থিতিতেও শিক্ষার অদম্য ইচ্ছায় রোববার (১১ ডিসেম্বর) সে মানিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। যদিও এটা স্বাভাবিক ডেলিভারি ছিলো তবুও চুমকি রাণীর আত্মবিশ্বাস সাহসকে ধন্যবাদ জানিয়েছেন, কলেজ অধ্যক্ষ মো. নাজিমউদ্দিন, গুইমারা কলেজের শিক্ষক সহপাঠীরা।

 

আজ (১১ ডিসেম্বর ২০০২২) গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে চুমকি রাণী মজুমদারকে ফুলেল অভিনন্দন জানানো হয় এবং আগামী ১৩ তারিখ শেষ পরীক্ষায় অংশ গ্রহণের উৎসাহ প্রদান করা হয়। মা নবজাতক সুস্থ আছে, সে সকলের দোয়া প্রার্থী

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions