প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। লংগদু প্রেসক্লাবের আয়োজিত উপজেলার বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের নিয়ে ২ দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে গত শুক্র ও শনিবার প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পন পত্রিকার প্রতিনিধি মোঃ এখলাছ মিঞা খান, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক মুছা এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার লংগদু প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খান।
প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ তত বেশি জ্ঞান অর্জন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু জানতে পেরেছেন বলে আমি মনে করি। তাই ভবিষ্যতে আপনাদের লেখনি আরো বেশি পাঠকপ্রিয় হবে বলে বিশ্বাস করি।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় ব্যক্তিগতভাবে ঘায়েল করতে সংবাদ মাধ্যমকে অনেকে ব্যবহার করছেন, যা প্রকৃত সাংবাদিকতা নয়। যারা প্রকৃত সাংবাদিক তারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করেন। তাই আমি আশা করবো লংগদুতে যারা কর্মরত সাংবাদিক রয়েছেন তারা অতীতের সুনাম অক্ষুণ্ণ রেখে সমাজের অসংগতিগুলো সংবাদপত্রে তুলে ধরে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন এবং জনসাধারণের হয়ে কাজ করবেন। শুধুমাত্র সরকারের সমালোচনা করাই সাংবাদিকদের কাজ নয়, পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জাতি ও তরুণ প্রজন্মের সামনে তুলে ধরাও তাদের দায়িত্ব।
প্রশিক্ষণের প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা বলেন, লংগদুরের সাংবাদিকদের সর্বত্র সুনাম রয়েছে। তারা সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের চেষ্টা করে। তবে একটি সংবাদ পাঠকদের কাছে কিভাবে এবং কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেজন্যই এই প্রশিক্ষণের আয়োজন। একটি প্রতিবেদনে অনেকগুলো বিষয় থাকে। যা একজন রিপোর্টার অনেক সময় পুরোপুরি হয়তো তুলে ধরতে পারেন না। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যকে সুপাঠ্য প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ।
সংবাদ অনুবাদের ধারণা/কলাকৌশল, সংবাদে শব্দ ও ভাষার ব্যবহার, জেন্ডার সংবেদনশীলতা, ডিজিটাল সাংবাদিকতা এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক আরমান খান।
দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লংগদুর সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।