বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২২ ০৮:১১:১৭ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০২:৪০:১৮  |  ৫৮০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশবিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলা এবং অগনতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে রাঙামাটি যুবলীগ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালন করেছে।

সকালে বিক্ষোভ মিছিলটি রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যাপীর মোড়ে এসে শেষ হয়।
সেখানে জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শামসুর আলম, পৌর যুবলীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন বক্তব্য  রাখেন।

সভায় বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত জোট দেশকে পিছিয়ে নিতে আবারো অগ্নি সংযোগের খেলায় মেতে উঠেছে। তারা সমাবেশের নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়, বিএনপি মানে আগুন সন্ত্রাস খনি হত্যা ও বোমাবাজির দল,, তারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে সাধারন মানুষকে সাথে নিয়ে আওয়ামীলীগ যুবলীগ তা মোকাবাবেলা করবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions