প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সারোয়াতলী ইউনিয়নের চিন্তারামছড়া গ্রামে ভারসাম্যহীন ব্যক্তি দা এর কোপে প্রথমে মা বাবা পরেরদিন তাকে থামাতে গিয়ে ১ গ্রামবাসী নিহত হয়। ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীর ঘাতককে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মানসিক ভারসাম্যহীন পুত্র মঞ্জু চাকমা তাঁর মা-বাবার উপর হামলার পর পালিয়ে যান। শুক্রবার রাতে উত্তর শিজক গ্রামে মঞ্জু চাকমা ও তাঁর মা কালাচুলি চাকমা (৫৫) ও বাবা রত্ন কুমার চাকমা বাড়িতে টেলিভিশন দেখছিলেন। রাত আট টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা দা দিয়ে মা-বাবাকে এলোপাতাড়ি কোপান। পরে তাঁদের চিৎকারে এলাকায় লোকজন ছুটে এলে মঞ্জু পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আঘাত গুরুতর হওয়ায় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
আজ শনিবার মঞ্জু চাকমাকে বুঝিয়ে নিয়ে আসার জন্য চিন্তারামছড়া গ্রামের ২০ থেকে ৩০ জন মানুষ তাঁকে খুজঁতে বের হন। তাঁকে খোঁজার এক পর্যায়ে চিন্তারামছড়া গ্রামে কালভার্ট এলাকায় পৌঁছলে ধন্য চাকমা (৩৫) ও সরল চাকমার (৬০) দা দিয়ে অর্তকিতে হামলা করেন। পরে ধন্য চাকমা পালিয়ে যেতে পারলেও সরল চাকমা পালাতে পারেননি। এতে মাথাসহ বিভিন্ন স্থানে দা দিয়ে কোপালে ঘটনাস্থলে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোকজন ঘিরে ধরে ভারসাম্যহীন ব্যক্তি মঞ্জু চাকমা বেদরক মারধর করে এসময় ঘাতক ঘটনাস্থলে মারা যান।
এর আগে গত
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মধুসুদন চাকমা বলেন, ভারসাম্যহীন ব্যক্তি মঞ্জু চাকমা আমার বড় ভাইয়ে ছেলে। আজ ও কাল যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজন। আমার বড় ভাই ও ভাবী শঙ্কামুক্ত। তবে আজ মঞ্জু চাকমার হামলায় একজনের মৃত্যু ও গণবিটুনিতে তিনিও মারা যান।
বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, দা দিয়ে কুপিয়ে একজনের মৃত্যু ও ভাসাম্যহীন ব্যক্তির গণপিটুনিতে মারা যাওয়ার খবর শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছি।