বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

লংগদুতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২২ ০৩:২০:৩০ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৮:২৮:১৮  |  ৫৭০

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসন দুর্নীতি দমন কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে

 

শুক্রবার ( ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করা হয়। এরপর উপজেলা সড়কে মানববন্ধন করা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

এসময় লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফোরকান আহমেদ, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, দুনীতি প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সচেতন নাগরিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন

 

সভায় বক্তারা "বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার আহ্বান জানিয়ে এর প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করে সভার সমাপ্তি হয়।"

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions