প্রশাসনের টানা অভিযানে কাউখালীর ১৫টি ইটভাটা বন্ধ, প্রায় ১৪ লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক কাউখালীতে তারুণ্যের উৎসব এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : জেলা প্রশাসক স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি'র বিক্ষোভ
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করা হয়। এরপর উপজেলা সড়কে মানববন্ধন করা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফোরকান আহমেদ, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, দুনীতি প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সচেতন নাগরিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা "বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার আহ্বান জানিয়ে এর প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করে সভার সমাপ্তি হয়।"