সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২২ ১০:০২:১৮ | আপডেটঃ ১৩ জানুয়ারী, ২০২৫ ০৯:৪১:২৪  |  ৬৮০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাউখালী উপজেলায় প্রথম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গোপাল কৃঞ্চ নাথ (৬০) নামে একজনকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দিয়েছেন।
সাজাপ্রাপ্ত গোপাল কৃঞ্চ নাথ (৬০) জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মুসলিম পাড়ায় সিরাজ সওদাগরের বাড়িতে ভাড়ায় থাকেন। গোপাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মৃত অম্লদা চরণ নাথের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল বিকালে কাউখালী পোয়াপাড়ায় বাজারে মীর সুপার মার্কেটে ভিকটিম খেলতে যান ভিকটিম শিশু। একপর্যায়ে অন্যশিশুরা চলে যাওয়ায় পর সন্ধ্যার দিকে ভিকটিমকে ধর্ষণ চেষ্টা করে আসামি। যা ওই ভবনে অবস্থিত ইসলামি এজেন্ট ব্যাংকের সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়। পরে ওইদিন রাতে ভিকটিমের বাবা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা প্রমান করতে পারায় আদালত আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।




রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions