সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২২ ০৫:০১:৫৯ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৯:৩৪  |  ৫৮২

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ নভেম্বর) উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, অপরাধী যেই হোক না কেন কোন প্রকার ছাড় পাবে না সে। আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক, সন্ত্রাসী ইভটিজিং সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় এক্ষেত্রে সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন

 

মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন, মাইনী-লংগদু প্রধান সড়কের কাজ এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার জন্য সভায় অনুরোধ জানান

 

এসময় লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু), লংগদু সরকারি মডেল কলেজের সহকারী অধ্যাপক মুছা তালুকদার, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খানসহ বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি বক্তব্য রাখেন

 

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ অ্যাসিস্ট্যান্ট সার্জন তাহসিন আহমেদ নাফি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা, বিভিন্ন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষকা মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি-সম্পাদকগণ

 

আয়োজিত মাসিক সভায় অন্যান্য বক্তারা বলেন, লংগদু উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ধারাবাহিক অক্ষুন্ন রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসম্প্রদায়িক চেতনা নিয়ে সকলে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

সভায় সড়ক উন্নয়ন ব্যবস্থাপনা, বিদ্যুৎ বিভ্রাট, মাদক বাল্য বিবাহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অবৈধ করাতকল সরকারি স্থাপনা তদারকি বিষয় নিয়ে আলোচনা করা হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions