সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

সৃজনশীলতায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়াচ্ছে পিটাছড়া

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২২ ০৩:৩৬:৩৭ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০২:২০:১৮  |  ৬১৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ব্যক্তিগত উদ্যোগে ২০১৬ সাল থেকে বন বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়াসে যাত্রা শুরু হয় 'পিটাছড়া বন বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগ' ২৩ একর এলাকা জুড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়ার অর্জুন টিলা এলাকায় ব্যক্তিগত বনের অবস্থান। স্থানীয়দের বন বন্যপ্রাণীর গুরুত্ব এবং রক্ষার ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগের স্বপ্নদ্রষ্টা মাহফুজ আহমেদ রাসেল। শিক্ষার্থীদের উদ্যোগ সম্পর্কে সচেতন সম্পৃক্ত করার লক্ষে পিটাছড়া বন বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের সহযোগী প্রতিষ্ঠান পিটাছড়া পাঠাগারে চলছে তিনদিনের আর্ট ক্যাম্প। দেশের খ্যাতিমান শিল্পীদের নিবেদিত অংশগ্রহণে চলছে ক্যাম্প।

 

 শুক্রবার (২৫ নভেম্বর) আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব

 

বন বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে যে কোন ধরণের কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

 

পিটাছড়া বন বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল বলেন, আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে আর্ট ক্যাম্প শুরু হয়েছে। আগামী রোববার শেষ হবে ক্যাম্প। প্রতি ব্যাচে অংশগ্রহণকারীরা যখন পরবর্তীতে তাদের ব্যক্তি জীবনে এর প্রতিপলন ঘটায় তখন খুব ভালো লাগে।


আর্ট ক্যাম্পের অর্গানাইজার শিল্পী জন মোহম্মদ বলেন, সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলতে শিল্প চর্চার কোনো বিকল্প নেই। শিশুকাল থেকে প্রাণ প্রকৃতির প্রতি মমত্ববোধ গড়ে তুলতে শিল্প লোক সংস্কৃতির ভুমিকা অপরিসীম। 

 

আর্ট ক্যাম্পে পুথিপাঠে কুয়াশা মুর্খ, অরিগামিতে পিয়াল পিউ, কারুশিল্পে দুলাল কান্তি দাশ, ভাষ্কর্যে নাজমুল হোসেন নয়ন, লোকচিত্র কলায় মোঃ মুনির হোসেইন এবং রেখা চিত্রে দীপ্র বনিক প্রশিক্ষক হিসেবে রয়েছেন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions