বুধবার | ২৫ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে জিজিটাল সেন্টারের একযুগ পুর্তি উদযাপন

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৬:২১:০৬ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০২:৪২:১৪  |  ৫৭৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেক কেটে আনন্দঘন উৎসবের মধ্যে দিয়ে রাঙামাটিতে জিজিটাল সেন্টারের একযুগ পুর্তি উদযাপন করা হয়েছে।

১১ নভেম্বর শুক্রবার সকালে রাঙামাটি জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে জনগনের দোড়গোড়ায় সেবার ১ যুগ এই শ্লোগানে ডিজিটাল সেন্টারের একযুগ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃসাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইটিসি নাসরিন সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর হাসান মোহাম্মদ শোয়েব, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলামখানসহঅন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মাইলফলক। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশের একযুগ পালন করতে পারছে। তিনি বলেন, এই এক যুগে এসে জিডিটাল সেন্টারের উদ্যোক্তাদের আরো বেশী করে জনগনের সেবায় মনোনিবেশ করতে হবে।

ডিজিটাল সেন্টারে যারা কাজ করছে তারা সরকারে চুক্তি ভিত্তিক নিয়োগ, এই নিয়োগের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলে জনগনের সেবা নিশ্চিত করার মাধ্যমে এগিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions